Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় কাভার্ড ভ্যানের চাপায় বাবা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৩ ১৪:২৯

বগুড়া: বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার ইন্দুইল ব্রিজে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।

শনিবার (২৯ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সোয়া ৯টার দিকে উপজেলার সান্তাহার থেকে মোটরসাইকেলযোগে বাবা-ছেলে আদমদীঘি যাচ্ছিলেন। এসময় ইন্দুইল ব্রিজে নওগাঁমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছেলে জাহিদুর রহমান (৫০) ঘটনাস্থলেই নিহত হয় এবং পিতা লোকমান হোসেন (৭০) গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা পিতা লোকমান হোসেনকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিতা লোকমান হোসেন মারা যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

সারাবাংলা/এমও

কাভার্ড ভ্যান

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর