Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লন্ডনের কাছে অস্ত্র বিক্রিতে মার্কিন পররাষ্ট্র দফতরের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৩ ১২:১৪

মার্কিন পররাষ্ট্র দফতর গ্রেট ব্রিটেনের কাছে প্রায় ৩১.২ মিলিয়ন ডলার মূল্যের ৭৬৮টি অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন্স সিস্টেম-২ (এপিকেডব্লিউএস-২) এর বিক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

পেন্টাগন গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। খবর ইউকে ডিফেন্স জার্নাল।

প্রতিরক্ষা বিভাগের মতে, ‘পররাষ্ট্র দফতর যুক্তরাজ্য সরকারের কাছে প্রায় ৩১.২ মিলিয়ন ডলার মূল্যের সর্বোচ্চ ৭৬৮টি অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন্স সিস্টেম-২ (এপিকেডব্লিউএস-আইআই) এর বৈদেশিক সামরিক বিক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে। এই সম্ভাব্য বিক্রয় সম্পর্কে কংগ্রেসকে অবহিত করতে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করেছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিক্রয়ের আওতায় সহায়ক সরঞ্জাম, খুচরা ও মেরামতের যন্ত্রাংশ, প্রযুক্তি ডকুমেন্টেশন, পরিবহন, প্রযুক্তিগত এবং লজিস্টিক সহায়তা যানবাহন অন্তর্ভূক্ত থাকবে। এ সম্ভাব্য বিক্রয় বাস্তবায়নের জন্য পাঁচ জন মার্কিন কর্মকর্তার যুক্তরাজ্যে একাধিকবার ভ্রমণের প্রয়োজন হবে। প্রায় ৫ বছর ধরে বিরতিহীনভাবে এসব সরঞ্জাম যুক্তরাজ্যে সরবরাহ করা হবে।

মার্কিন প্রতিরক্ষা সংস্থা জানায়, প্রস্তাবিত এ বিক্রয় ন্যাটোর মিত্র দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যকে সমর্থন করবে।

সারাবাংলা/এমও

অস্ত্র বিক্রি টপ নিউজ পররাষ্ট্র দফতর

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর