Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাণীর দিঘী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৩ ১২:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর রাণীর দিঘী থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) সকালে নগরীর এনায়েত বাজারের স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির সারাবাংলাকে জানান, রাণীর দিঘীর মাঝখানে লাশটি ভাসছিল। বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়রা কেউ মৃতের পরিচয় শনাক্ত করতে পারেননি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) তোফাজ্জল হোছাইন সারাবাংলাকে বলেন, ‘লাশের গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশটি শক্ত হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, দুর্ঘটনাবশত ওই ব্যক্তি পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/আইসি/এমও

অজ্ঞাত ব্যক্তি রাণীর দিঘী লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর