সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু
২৮ এপ্রিল ২০২৩ ২৩:২৭
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৩ বছরের এক শিশু।
শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বেলকুচি-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের বেলকুচি তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই কালিয়াপাড়া গ্রামের মুকুল সরকারের ছেলে আল-আমিন (২৩) ও সদর উপজেলার পৌরসভার সয়াধানগড়া মহল্লার নাসির উদ্দিনের ছেলে ইউনুস (৩৬)। এ ঘটনায় আহত হয়েছে মানিক নামে ৩ বছরের এক শিশু।
বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, দুইজন মোটরসাইকেল চালক দুটি মোটরসাইকেল বিপরীত দিকে যাচ্ছিল। এ সময় বেলকুচি পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে দুজনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। এ সময় যেকোনো একটি মোটরসাইকেলে থাকা তিন বছরের এক শিশু গুরুতর আহত হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত শিশুকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে।
সারাবাংলা/একে