Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও ঈদ ছুটির আমেজ হাতিরঝিলে

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৩ ১৯:২৯ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ২১:০১

ঢাকা: ঈদ-উল-ফিতরের সাত দিন পার হলেও রাজধানীতে এখনও বিরাজ করছে ছুটির আমেজ। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিলে ভিড় দেখা যায়।  শুক্রবার ছুটির দিন উপলক্ষে এলেও অনেকেই আগামী সপ্তাহে অফিস শুরু হওয়ার আগে ঘুরতে এসেছেন। হাতিরঝিল সংলগ্ন আশপাশের এলাকা যেমন, বাড্ডা, রামপুরা, গুলশান, শাহজাদপুর, মগবাজার, মধুবাগ, তেজগাঁওয়ের কিছু অংশ থেকে ঘুরতে এসেছেন নানাবয়সী মানুষ।

বিজ্ঞাপন

হাতিরঝিলের বিভিন্ন সিঁড়িতে বসে থাকার পাশাপাশি নৌকায় ঘুরছেন অনেকে। রামপুরা প্রান্তে ঘেরা জায়গায় প্যাডেল বোটেও চড়ছেন অনেকেই। প্যাডেল বোটে ওঠার জন্য দীর্ঘ লাইন। এখান দুজনের জন্য প্রতি ঘণ্টায় ভাড়া দুইশ টাকা।

চারদিনের সরকারি ছুটির পর গত সোমবার (২৪ এপ্রিল) অধিকাংশ সরকারি অফিস-আদালত খুলে গেলেও অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খুলছে সপ্তাহজুড়ে। আবার অনেক প্রতিষ্ঠানই খুলবে আগামীকাল শনিবার (২৯ এপ্রিল) ও রোববার (৩০ এপ্রিল)। তাই আজ অনেকেই ঈদের ছুটির আমেজে ঘুরতে বেরিয়েছেন।

রাজধানীর উত্তর বাড্ডা থেকে ছোটবোন ও দুই সন্তানকে নিয়ে হাতিরঝিল এসেছেন সুমি। সারাবাংলাকে তিনি বলেন, ‘অফিস খুলে গেলেও এখনো কাজের চাপ তেমন শুরু হয়নি। গ্রাম থেকে ছোটবোন আসছে ঈদ উপলক্ষে তাই তাকেসহ সন্তানদের নিয়ে ঘুরতে এসেছি।’

তিনি জানান, বছরের অন্যান্য সময়েও সন্তানদের নিয়ে হাতিরঝিলেই আসেন তিনি। এখানে এলে বাচ্চারা খেলাধুলা করে আর পরিবেশও সুন্দর তাই ঘুরতে চাইলে এখানে আসেন।

হাতিরঝিলে পানি ও পপকর্ন বিক্রি করেন মুন্নী। তিনি বলেন, ‘গত কয়েকদিনের তুলনায় আজ শুক্রবার ভিড় তুলনামূলক কম। তারপরও যা ভিড় তাতে ভালোই বিক্রি হচ্ছে।’

অন্যদিকে গরমে পানি বিক্রি বাড়লেও চা-কফির বিক্রি নেই বলে জানালেন মোহাম্মদ শহিদুল ইসলাম। ঈদের ছুটিতে আবহাওয়া কিছুটা ঠাণ্ডা থাকায় তখন বিক্রি হলেও আজ একদমই বিক্রি নেই।

পুলিশ প্লাজার পেছনে কংক্রিটের হাতি ঘিরে গড়ে উঠেছে ছোটখাটো এক পার্ক। জায়গাটি খোলামেলা হলেও লোকমুখে পার্ক হিসেবেই পরিচিত। আশপাশের বাড্ডা, রামপুরা, শাহজাদপুর থেকে শিশুদের নিয়ে অনেকেই এসেছেন এখানে। বাচ্চারা খেলাধুলা করছে। আবার অনেকেই টাট্টু ঘোড়ায় চড়ছে।

বিজ্ঞাপন

দুই শিশু কন্যাকে নিয়ে এখানে এসেছেন সুলতানা। উত্তর বাড্ডা বাসা হওয়ায় প্রায় প্রতি শুক্রবার বিকেলেই মেয়েদের এখানে খেলতে নিয়ে আসেন তিনি। আগামীকাল থেকে অফিস শুরু হবে তাই আজ ঈদের সর্বশেষ বেড়ানো বেড়াচ্ছেন তারা।

সারাবাংলা/আরএফ/একে

ঈদের আমেজ টপ নিউজ হাতিরঝিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর