Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আড়িয়াল বিলে কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৩ ১৫:৪৮ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১৫:৪৯

মুন্সীগঞ্জ: আড়িয়াল বিলে কৃষকদের ধান কেটে, মাড়াই করে বাড়ি পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে বিলের শ্রীনগর উপজেলার গাদিঘাট অংশে ধানকাটা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় জিলু রহমান নামের এক কৃষকের আধা শতাংশ জমির ধান কেটে দেন তারা।

এতে অংশ নেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ দেড়শতাধিক নেতাকর্মী। ধান কাটা শেষে মাড়াইয়ে অংশ নেয় নেতাকর্মীরা।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক জানান জানান, এই মাসটি একটি দুর্যোগপ্রবণ মাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড় হয়ে থাকে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যার যার অবস্থান থেকে কৃষকদের সহায়তা করার জন্য। যার জমিতে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না তার জমিতে ধানগুলো কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। এরই অংশ হিসেবে স্বেচ্ছাসেবক লীগ আজ ধান কেটে ও বাড়ি পৌঁছে দেওয়ার কার্যক্রমের সূচনা করলো।

পরে ধান কাটা শেষে স্থানীয় ১০০ গরিব কৃষকের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়।

সারাবাংলা/এমও

আড়িয়াল বিল ধান ধান কাটা স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর