Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান সাইদুল ইসলাম

সারাবাংলা ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩ ১৫:৩৪ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১৫:৩৫

ঢাকা: যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাইদুল ইসলাম। ব্যাংকের ৪২২তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য তিনি চেয়ারম্যান হিসেবে কাজ করবেন।

গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) যমুনা ব্যাংক লিমিটেডে এই সভা অনুষ্ঠিত হয়।

ইসলাম নতুন প্রজন্মের একজন প্রগতিশীল ও দক্ষ ব্যবসায়ী। ২০১০ সালে তিনি ফেবিয়ান গ্রুপে যোগ দেন। বর্তমানে তিনি ফেবিয়ান গ্রুপের ফেবিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফেবিয়ান থ্রেড লিমিটেড, ফেবিয়ান মাল্টিপ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফেবিটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এবং ফ্রক্স মিডিয়া লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও তিনি ইকো অ্যাডভান্সড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল্স কোম্পানিরও চেয়ারম্যান।

সাইদুল ইসলাম ১৯৮১ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের বড় ছেলে।

সাইদুল ইসলাম যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দেশে-বিদেশে অসংখ্য ট্রেনিং প্রোগ্রাম ও সেমিনারে অংশ নিয়েছেন।

সারাবাংলা/এমও

যমুনা ব্যাংক লিমিটেড সাইদুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর