Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে বাস উল্টে আহত ২৯ যাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৩ ১২:০৮

জয়পুরহাট: সদর উপজেলার গতন শহর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেছে। এতে আহত হয়েছেন বাসের ২৯ জন যাত্রী।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে পাঁচবিবি-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের সবাই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে ‘আনাছ পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরেই উল্টে যায়, এতে ২৯ জন যাত্রী আহত হন।

স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেছে। আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

জয়পুরহাট বাস উল্টে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর