Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ সিটিতেই লড়ছে ইসলামী আন্দোলন, বরিশালে মেয়র প্রার্থী ফয়জুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৩ ২১:৩৯ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ০০:০৬

ঢাকা: আসন্ন বরিশাল, গাজীপুর, খুলনা, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে লড়ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইতোমধ্যে পাঁচ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

প্রার্থী চূড়ান্ত করার শেষ দিন বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এর আগে, গাজীপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খুলনায় দলের নায়েবে আমির হাফেজ মাওলানা আবদুল আউয়াল, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহী মহানগর সহ-সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকীকে মনোনয়ন দেওয়া হয়।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘আমরা আশা করি সরকারের কোনো রকম হস্তক্ষেপ ছাড়া নির্বাচন কমিশন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে। ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে এসেছি। এক্ষেত্রে যদি নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে আন্দোলনের নতুন মাত্রা যোগ হবে। এই নির্বাচনই বলে দেবে জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন কতটুকু সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিটি করপোরেশন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর