চট্টগ্রাম-৮ উপনির্বাচনে জয়ী নোমান আল মাহমুদ
২৭ এপ্রিল ২০২৩ ২১:২২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১১:১১
চট্টগ্রাম ব্যুরো: মোট ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৭৫ হাজার ৩০৫। প্রদত্ত ভোটের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ। এর মধ্যে ৬৭ হাজার ২০৫ ভোট পেয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ। মোট ভোটের হিসেবে ৮৯ দশমিক ২৪ শতাংশ ভোটই পেয়েছেন নৌকার প্রার্থী।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৯০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) একটানা ভোটগ্রহণ হয়। রাত সোয়া ৮টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হয়।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারাবাংলার স্টাফ করেসপন্ডেন্ট ইমরান চৌধুরী জানান, উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট।
এছাড়া চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন ১ হাজার ৮৬০ ভোট, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি’র কামাল পাশা ৬৭৩ ভোট এবং একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রমজান আলী ৪৮০ ভোট পেয়েছেন। প্রদত্ত ভোটের সবগুলোই বৈধ হিসেবে ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।
জিমনেশিয়ামে উপস্থিত নোমান আল মাহমুদ ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। আমি তৃণমূলের কর্মী ছিলাম। জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যয়ন করেছেন ও জনগণ রায় দিয়ে জয়যুক্ত করেছে। আমার এই জয় আমি তৃণমূলের কর্মীদের উদ্দেশে উৎসর্গ করলাম। আমি সংসদে গিয়ে এলাকার মানুষের জন্য কাজ করব। বিশেষ করে কালুরঘাট সেতুর দাবি ও দক্ষিণাঞ্চল বোয়ালখালী এবং আমার নির্বাচনি এলাকার সার্বিক উন্নয়নের ব্যাপারে আমি সবসময় সোচ্চার থাকব।’
এদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে নগরীর মোমিন রোডে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আব্দুস সামাদ বলেন, ‘নির্বাচনের ফলাফল স্থগিত রাখা হোক। নতুন করে নির্বাচন দেওয়া হোক। ভোটার উপস্থিতি ৫ থেকে ৭ শতাংশের বেশি হবে না। এই নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। সরকার ও নির্বাচন কমিশনের ভাবমূর্তির স্বার্থে এই নির্বাচন স্থগিত করা হোক। আমরা ভোটগ্রহণ শুরুর পর থেকে অনেক অভিযোগ লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি। কোনো অভিযোগ রিটার্নিং অফিসার আমলে নেননি।’
সামাদের অভিযোগ, নৌকার সমর্থকরা ভোটের আগে ঘরে ঘরে গিয়ে ভোটারদের হুমকি দিয়েছে। ভোটারদের ভয় দেখাতে বাইরে থেকে এলাকায় লোক এনেছে। তাদের ভয়ে সাধারণ ভোটাররা কেন্দ্রে যেতে পারেনি। অর্ধশতাধিক কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, গোপন বুথে অনুপ্রবেশ, জোর করে ভোট নেওয়াসহ লিখিত পাঁচটি অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে দিয়েছেন বলে জানান তিনি।
কর্ণফুলী নদীর উত্তরে মহানগরীর চান্দগাঁও ও পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামি থানার একাংশ এবং দক্ষিণে বোয়ালখালী উপজেলার একাংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসন। গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। তিনিও ২০২০ সালের ১৩ জানুয়ারি উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০০৮ সাল থেকে পরপর তিন দফায় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা মঈনউদ্দিন খান বাদল। ২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা গেলে চলতি মেয়াদের প্রথম দফায় আসনটি শূন্য হয়েছিল।
সারাবাংলা/আরডি/পিটিএম