Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈদেশিক অর্থের খরচ বাড়ানোর তাগিদ আইএমএফ’র

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৩ ২০:১৮ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ০৯:৪৩

ঢাকা: প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে বৈদেশিক অর্থের খরচ বাড়ানোর তাগিদ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এক্ষেত্রে এডিপিতে বৈদেশিক সহায়তার কাঙ্ক্ষিত খরচ করতে না পারার অসন্তোষ প্রকাশ করে এর কারণ জানতে চেয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে বৈঠক করে আইএমএফ’র প্রতিনিধি দল। রাজধানীর আগারগাঁও এ সচিবের দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইআরডির সচিব শরিফা খান, ইআরডির টেকনিক্যাল টিমের প্রধান অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠকে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) কত টাকা ধরা হয়েছিল, সেখান থেকে কত টাকা কমিয়ে সংশোধিত এডিপি করা হয়েছে- এসব বিষয় প্রশ্ন তোলে সফররত প্রতিনিধি দল। সেইসঙ্গে ইআরডির ডাটা সিস্টেম বিষয়েও জানতে চাওয়া হয়।

বৈঠক শেষে জানতে চাইলে ইআরডির সচিব শরিফা খান বলেন, ‘আইএমএফ শুধুমাত্র সৌজন্য বৈঠক করার জন্যই এসেছিল। এ সময় তেমন কিছু আলোচনা হয়নি। তাদের আলোচনা মূলত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে। তারা বাজেট সহায়তার দ্বিতীয় কিস্তি কবে নাগাদ ছাড় করবে সেটি আমাদের সঙ্গে আলোচনা হয়নি। সেটি বাংলাদেশ ব্যাংক এবং অর্থ বিভাগের বিষয়।’

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের বকেয়া কিস্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জানামতে রূপপুরে প্রকল্পের কিস্তি পরিশোধে এখন তেমন কোনো জটিলতা নেই।’

এদিকে, বৃহস্পতিবার বিকেলে পরিকল্পনা কমিশনের একটি প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল। এসপিএসআইএস প্রকল্পের সঙ্গে বৈঠকে তারা এখন পর্যন্ত আইএমএফের কর্মসূচির আওতায় কী ধরনের পরিবর্তন আনা হয়েছে- সেসব বিষয় জানতে চায়। এ সময় সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনার নানা বিষয়ে খোঁজখবর নেন তারা।

বিজ্ঞাপন

ইআরডি সূত্র জানায়, বৈঠকে এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী অবস্থাসহ নানা বিষয় উঠে আসে। বিশেষ করে ইআরডি ডাটাবেইজ সংস্কারের কথা বলা হয়েছে আইএমএফ’র পক্ষ থেকে। বর্তমানে ইআরডি আঙ্কটার্ডের নির্দেশনা মেনে ডাটাবেইজ পরিচালনা করছে। এডিপিতে বৈদেশিক সহায়তার ব্যবহার প্রসঙ্গে ইআরডির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়।

এক্ষেত্রে বলা হয়, চলতি অর্থবছরের এডিপির আকার ছিল ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা। সেখানে বৈদেশিক ঋণ ও অনুদান মিলে ধরা হয়েছিল ৯২ হাজার ২০ কোটি টাকা। কিন্তু এডিপি সংশোধনের সময় কাটছাট করা হয় ১৯ হাজার ৪৪২ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক অংশে বাদ যায় ১৭ হাজার ৫২০ কোটি টাকা। আগামী অর্থবছরের এডিপিতে বৈদেশিক অর্থ খরচের লক্ষ্য ধরা হবে ৯৪ হাজার কোটি টাকা।

এ সময় প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে পাইপলাইনে জমে থাকা অর্থের ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছে আইএমএফ প্রতিনিধি দল।

সারাবাংলা/জেজে/পিটিএম

আইএমএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর