বাগানে আম ব্যাগিংয়ের সময় বজ্রপাত, ২ শিশুর মৃত্যু
২৭ এপ্রিল ২০২৩ ১৮:৫৩ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ১৯:০৩
চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে বাগানে আম ব্যাগিং করার সময় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। ওই এলাকার পৃথক বাগানে বজ্রপাতের ঘটনাগুলো ঘটে। এতে আহত হয়েছে দুই জন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে শ্যামপুরের শরৎনগর ও গোপালনগরে বজ্রপাতে হতাহতের এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃত দু’জনের মধ্যে একজন শ্যামপুর গোপালনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহিন আলী (১৩) এবং আরেকজন শ্যামপুর শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসীম (১২)। একই ঘটনায় আহতরা হলো- লছমানপুর গ্রামের রোজবুল ইসলামের ছেলে নয়ন (১৩) ও শ্যামপুর গোপালনগর গ্রামের কাশিম আলীর ছেলে সরোয়ার (১৫)।
শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার শরৎনগর ও গোপালনগরে কয়েকজন শিশু বাগানে আমে ব্যাগিং করছিল। দুপুর আড়াইটার দিকে বজ্রপাত হলে গোপালনগরে শিশু শাহিন এবং শরৎনগরে অপর এক শিশু অসীম মারা যায়।
এছাড়াও গোপালনগরের ঘটনায় দুই শিশু নয়ন ও সারোয়ার আহত হন। তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে জানান চেয়ারম্যান রবিউল।
সারাবাংলা/পিটিএম