Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

লোকাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৩ ১৮:৩৬

বেনাপোল: যশোরের শার্শায় মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার পাডের কায়বা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আজিজুল একই গ্রামের মৃত কামাল সরদার কিনুর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, বৃষ্টিতে যেন ধান নষ্ট না হয় সেজন্য বিকেলে আজিজুল তার ভাইসহ তিন/চার জন স্থানীয় ঠ্যাংগামারী বিলে নিজেদের জমির ধান কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে আজিজুল অজ্ঞান হয়ে পড়ে যান। তখন তাকে উদ্ধার করে দ্রুত বাগআঁচড়ার জোহরা মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোহরা ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. হাবিবুর রহমান হাবিব বলেন, ‘হাসপাতালে আনার আগেই আজিজুলের মৃত্যু হয়।’

আজিজুলের এমন অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/পিটিএম

বজ্রপাত মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর