মহাদেবপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৩ ১৮:২০
২৭ এপ্রিল ২০২৩ ১৮:২০
নওগাঁ: জেলার মহাদেবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে যাত্রী একটি বাস রাজশাহী যাচ্ছিল। পথে হাট চকগৌরী এলাকায় একটি মিনি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আর আহত অবস্থায় আট জনকে হাসপাতালে পাঠালে সেখানে আরও একজনের মৃত্যু হয়। তবে এখনও কারও নাম-ঠিকানা পাওয়া যায়নি।
নিহত সবাই মিনিট্রাকের যাত্রী বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।
সারাবাংলা/পিটিএম