ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন
২৭ এপ্রিল ২০২৩ ১৭:১৬ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ২১:৩১
ঢাকা: টানা ৯ম দিনের মতো সূচকের ঊর্ধমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একদিনে বছরের সর্বোচ্চ লেনদেন হয়। দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকা। এর আগে গত ১৮ জানুয়ারি ডিএসইতে ৯৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৫১টি কোম্পানির ১৫ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১০টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৯৬৭ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা।
এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৩ পয়েন্টে উঠে আসে। তবে ডিএস-৩০ মূল্য সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ২০৯ পয়েন্ট নেমে আসে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- জেনেক্স ইনফোসিস, ইউনিক হোটেল, বিএসসি, ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুটওয়্যার ও আইটিসি।
দাম বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- আইটিসি, অ্যাপেক্স ফুড, রহিমা ফুড, কোহিনুর কেমিক্যাল, লিব্রা ইনফিউশন, হাইডেলবার্গ সিমেন্ট, নর্দার্ন জুট, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এম্বী ফার্মা ও বসুন্ধরা পেপার।
সারাবাংলা/জিএস/পিটিএম