শুক্রবার রাতে রাজধানীর বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ
সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৩ ০৮:২৫
২৭ এপ্রিল ২০২৩ ০৮:২৫
ঢাকা: শুক্রবার (২৮ এপ্রিল) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়ক এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। ওইদিন রাত ১১টা থেকে পরদিন শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৮ এপ্রিল) রাত ১১টা থেকে শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। উড়াল সড়কের নির্মাণ কাজের জন্য ওই সাত ঘণ্টা সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে।
এসময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হলো—উল্লেখ করা হয় গণবিজ্ঞপ্তিতে।
সারাবাংলা/ এসবি/এনইউ