Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যাশনাল লাইফের ৩৯তম প্রতিষ্ঠাদিবস পালিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৩ ০০:০৩

ঢাকা: দেশের প্রথম বেসরকারি জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ৩৯তম প্রতিষ্ঠাদিবস পালন করছে। বুধবার (২৬ এপ্রিল) এ উপলক্ষে কারওয়ান বাজারে কোম্পানির প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এ সময় ন্যাশনাল লাইফের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি বলেন, ‘১৯৮৫ সালের ২৩ এপ্রিল দেশের প্রথম বেসরকারি জীবন বিমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ যাত্রা শুরু করে। ন্যাশনাল লাইফের পথ ধরে আজ দেশে বহু বেসরকারি জীবন বিমা কোম্পানী প্রতিষ্ঠিত হয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিমা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। বিমার প্রিমিয়ামের টাকা ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ হয়ে থাকে। দীর্ঘ সময়ে ন্যাশনাল লাইফ বিপুল জনগোষ্ঠীকে সঞ্চয়মুখী করার পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে ন্যাশনাল লাইফে দেড় লাখেরও বেশি কর্মী কাজ করছে।’

পরে চেয়ারম্যান মোরশেদ আলম এমপি নির্বাহীদের নিয়ে প্রতিষ্ঠা দিবসের কেক কাটেন। অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও কোম্পানি সচিব মো. আব্দুল ওয়াব মিয়ানসহ প্রতিষ্ঠানটির নির্বাহীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর