Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ জনের বেশি নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৩ ১৮:০৯ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১৮:৫৩

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পাঁচজনের অধিক নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের শোডাউন করা যাবে না।

বুধবার (২৬ এপ্রিল) ইসির সহকারী পরিচালক মো. আসাদুল হক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইসি জানিয়েছে, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। (বৃহস্পতিবার) ২৭ এপ্রিল গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের শোডাউন করা যাবে না। সেই সঙ্গে পাঁচজনের অধিক নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে না।

এতে আরও বলা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থীর পক্ষে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান সিটি করপোরেশন নির্বাচন আচরণবিধি ভঙ্গ করলে কমিশন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর মধ্যে গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ৩০ এপ্রিল। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২ থেকে ৪ মে, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ মে, প্রার্থিতা প্রত্যাহার ৮ মে, প্রতীক বরাদ্দ ৯ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মে।

বিজ্ঞাপন

অন্যদিকে, আগামী ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৮ মে, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৮ মে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ মে। এছাড়াও আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৬ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন।

এ ছাড়া, আগামী ২১ জুন অনুষ্ঠিত রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ মে এবং মনোনয়নপত্র যাচাই বাছাই ২৫ মে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২৬ থেকে ২৮ মে, আপিল নিস্পত্তি ২৯ থেকে ৩১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন এবং নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২১ জুন।

সারাবাংলা/জিএস/ইআ

গাজীপুর সিটি করপোরেশন মনোনয়ন পত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর