যশোরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৩ ১৩:১২ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১৩:১৭
২৬ এপ্রিল ২০২৩ ১৩:১২ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১৩:১৭
যশোর: যশোর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তানিশা (সাড়ে ৩ বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা লিপি বেগম আহত হয়েছেন।
বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে নারাঙ্গালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তানিশা সদর উপজেলার ডুমদিয়ার বাসিন্দা ওসমান গনির মেয়ে।
জানা যায়, বুধবার সকালে নারাঙ্গালী যাওয়ার পথে ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে লিপি বেগম বাচ্চাসহ রাস্তায় পড়ে যান। এতে মা-মেয়ে দুইজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এরপর সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তানিশার মৃত্যু হয়েছে। তবে মা লিপি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
যশোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/ইআ