Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবননগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৩ ২২:৫৩

চুয়াডাঙ্গা: জেলার জীবননগরে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে জীবননগর-কোর্টচাঁদপুর সড়কে বিজিবি ক্যাম্পের পাশে দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মালেক (৩২) জীবননগর উপজেলার দেহাটী গ্রামের হযরত আলীর ছেলে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেলে চালিয়ে যাচ্ছিলেন আব্দুল মালেক। এ সময় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে সেটির সঙ্গে ধাক্কা লেগে পিচঢালা রাস্তার ওপর পড়ে যান তিনি। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এই দুর্ঘটনার বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের সদস্যদের দিয়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/পিটিএম

জীবননগর দুর্ঘটনা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর