Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৩ ২১:২৫

প্রতীকী ছবি

ঝালকাঠি: জেলার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সোনালী (৮) ও রুপালি (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। ঈদে তারা নানা বাড়ি বেড়াতে গিয়েছিল।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা ওই ইউনিয়নের দারিয়াপুর গ্রামের কামাল হাওলাদারের মেয়ে।

স্বজনরা জানান, দুপুরে সোনালী ও রূপালি দুই বোন গোসল করতে নেমে পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে দুই শিশুর মৃতদেহ পুকুরে ভাসতে দেখে পরিবারের কাছে খবর দেয় স্থানীয় লোকজন। স্বজনরা গিয়ে খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ বলেন, ওই দুই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো। তাদের মরদেহ বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/পিটিএম

নানা বাড়ি পানিতে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর