Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে অটোরিকশা চোর চক্রের ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৩ ১৫:৫২

জয়পুরহাট: জয়পুরহাটে ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব)। সোমবার রাতে জয়পুরহাট সদর উপজেলার পাঁচুরচক এলাকা থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম।

আটকরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা কুটিরপাড়া গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে আশরাফ আলী আকন্দ (৫৫) ও জয়পুরহাট সদর উপজেলার পাঁচুরচক ফকিরপাড়া গ্রামে জহুরুল ইসলামের ছেলে জয় ইসলাম রাজ (২০)।

ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, আটক চোর চক্রের সদস্যরা জয়পুরহাট জেলাসহ পাশ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতো। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চোরাই ইজিবাইক চক্রের অন্য সদস্যদের ধরতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

অটোরিকশা চোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর