Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌপরিবহন খাতে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৩ ১৫:৩৮

ঢাকা: বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিশেষ করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন স্থলবন্দরের অটোমেশন, ডিজিটিলাইজেশন ও অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে বিশ্বব্যাংকের সাউথ এশিয়া ট্রান্সপোর্ট সেক্টরের প্রাক্টিস ম্যানেজার শৌমিক রাজ মেহ্নদিরত্ব বিদায়ী সাক্ষাৎকারে এ সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী বিশ্বব‍্যাংকের ট্রান্সপোর্ট সেক্টরের আওতায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বেনাপোল, বুড়িমারী ও ভোমরা স্থল বন্দরগুলোর অটোমেশন, ডিজিটিলাইজেশন ও অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের উন্নয়নে সহযোগিতার জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ জানান। তিনি আশা করেন, ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবগুলো স্থলবন্দর অটোমেশন করার নির্দেশনা দিয়েছেন। আমরা সে লক্ষ্যে কাজ করছি। এক্ষেত্রে তিনি বিশ্বব্যংকের সহযোগিতা কামনা করেন।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. রফিকুল ইসলাম খান, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার এরিক নোরা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর দিলশাদ দোসানি, ট্রান্সপোর্ট স্পেশালিস্ট বি কে এম আশরাফুল ইসলাম ও নুসরাত নাহিদ ববি উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এমও

নৌপরিবহন খাত বিশ্বব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর