Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুজবে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৩ ১৫:৪৫

ঢাকা: এসএসসি পরীক্ষা নিয়ে বিগত দিনগুলোতে নানা ধরনের গুজব ছড়ানোর নজির দেখা গেছে। সে গুজবে পরীক্ষা বাতিলের ঘটনাও ঘটেছে। আগামী ৩০ এপ্রিল থেকে যে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে তা নিয়ে গুজবের আশংকা প্রকাশ করে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দ্বীপু মনি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিউটে অনুষ্ঠিত এ নিয়ে সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস বলতে কিছু নেই। হওয়ার সুযোগ নেই। এ নিয়ে কিছু মানুষ প্রতিবছরই গুজব ছড়ানোর চেষ্টা করে, এসবে কান দেবেন না। সবাই সজাগ থাকবেন।’

গেল বছর ভুরুঙ্গামারিতে প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনা ঘটেছে, সে উদারণ টেনে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসে ভুরুঙ্গামারিতে যে চেষ্টা করা হয় তা সফল হয়নি, আমরা তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেওয়ার কারণে পরীক্ষার্থীদের সমস্যা হয়নি। অভিযুক্ত কেন্দ্রপ্রধান এখনও জেলে রয়েছেন।’

এসএসসি সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের সর্তকতা রয়েছে। যখনই সমস্যা হবে তখনই ব্যবস্থা নেব। গত বছর ভুরুঙ্গামারির সে সমস্যা যাতে না হয় সে সতর্কতা নেওয়া হয়েছে।’

গেল বছর একটি কেন্দ্রে খুব অল্প সময়ে ৯ জনকে বহিস্কার করা হয়েছে, সে বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ওই কেন্দ্রে যে ম্যাজিস্ট্রেট গেছেন তার তখন হয়তো কঠিন হওয়া দরকার মনে হয়েছে। কোনো শিক্ষার্থীকে বহিস্কার করলে সে এক বছর পিছিয়ে যায়।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনো জায়গায় বহিস্কার যথাযথ হয়নি এমন অভিযোগ যেন না ওঠে। সে সচেতন আমরা করে দিচ্ছি। কারন ঘটনা ঘটলে ছাড় দেওয়ার সুযোগ নেই।’

বিজ্ঞাপন

এ সময় এইচএসচি পরীক্ষা কবে হবে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, ‘এইচএসসি পরীক্ষা যথা সময়েই হবে, পূর্ন নম্বরে, পূর্ন সিলেবাসে চলতি বছরের আগস্টের মাঝামাঝি অনুষ্ঠিত হবে।’

সারাবাংলা/জেআর/ইআ

গুজব শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর