Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৩ ১৪:৫৫

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে জালাল ব্যাপারী (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে আক্কেলপুর রেল ষ্টেশনের অদুরে হাস্তাবসন্তপুর রেল ক্রসিংয়ে আপ-১১ ঈদ স্পেশাল ট্রেনে এ র্ঘটনা ঘটে।

জালাল বগুড়ার সোনাতলা উপজেলার নয়াপাড়া মনুমালা গ্রামের আবদুল কাদের ব্যাপারীর ছেলে।

আক্কেলপুর ষ্টেশনের দায়িত্বরত ষ্টেশন কর্মকর্তা হাছিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী আপ-১১ ঈদ স্পেশাল ট্রেনটি আক্কেলপুর ষ্টেশনে প্রবেশের সময় সকাল ৭টার দিকে হাস্তাবসন্তপুর রেল ক্রসিংয়ে জালাল হোসেন ট্রেনে কাটা পরে মারা যান।

নিহতের চাচাতো ভাই মোশারফ হোসেন ব্যাপারী জানান, নিহত জালালের তিনটি মেয়ে আছে। তিনি বেশ কিছুদিন থেকে মানসিক ভারসাম্যহীন বলে পাবনা মানসিক হাসপাতালে তার চিকিৎসা করা হয়। এরপর বগুড়ায় তার চিকিৎসা চলছিল। হঠাৎ ঈদের সাতদিন আগে থেকে তিনি বাড়ি থেকে নিরুদ্দেশ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজকে সকালে মোবাইল ফোনে আক্কেলপুর স্টেশন কর্মকর্তা হাছিবুর রহমানের মাধ্যমে তারা তার মৃত্যুর খবর পেয়েছেন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তার হোসেন জানান, নিহতের বিষয়ে তথ্য প্রমাণ নিশ্চিত হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/ইআ

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর