সব কোচিং সেন্টার এক মাস বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী
২৫ এপ্রিল ২০২৩ ১৩:৪১
ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানে আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (২৫ এপ্রিল) জাতীয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিউটে অনুষ্ঠিত এ সংক্রান্ত সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী একথা জানান। এসময় সম্পূর্ণ নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠানে সবারে সহযোগিতা চান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা বোর্ডসমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্য আদান-প্রদান করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সবার জন্যই সন্তোষজনক হবে।’
উল্লেখ্য, আগামী ৩০ এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় এবার অংশ নিতে যাচ্ছেন ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী।
সারাবাংলা/জেআর/এমও