Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: ওসি প্রত্যাহার, তদন্তে কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৩ ১১:৫০ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ ১১:৫২

রংপুর: ঘুষ নেওয়ার অভিযোগে রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি ওসির ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ সুপারের নির্দেশে তাকে থানা থেকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এছাড়া ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভিডিওতে টাকা লেনদেনের বিষয়টি দেখা গেছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেনের বিরুদ্ধে নদী, খাল-বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিভিন্ন স্থানে জুয়া পরিচালনায় সহযোগিতা, মাদক ব্যবসায়ীদের কাছে মোটা অংকের মাসোহারা নেওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে। সম্প্রতি স্থানীয় এক বালু ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেন ওসি জাকির। ঘুষ নেওয়ার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

তবে ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন জাকির হোসেন। তিনি বলেন, ‘সম্প্রতি বালু ব্যবসায়ীদের দুটি পক্ষের মধ্যে অর্থনৈতিক লেনদেন নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। এ ঘটনায় আমার কাছে এলে আমি তাদের নিয়ে সমাধানের জন্য বসেছিলাম। এ সময় দুই পক্ষের মধ্যে টাকার লেনদেন হয়েছে। সেখানে তারা নিজেদের সমস্যা নিরসন করেন।’

তিনি আরও বলেন, ‘ওই দিন ব্যবসায়ীদের কেউ আমাকে ব্ল্যাকমেলের উদ্দেশে এ ধরনের ভিডিও ধারণ করেছে। প্রকৃতপক্ষে সেখানে আমার সঙ্গে কারও কোনো অর্থনৈতিক লেনদেন হয়নি।’

বিজ্ঞাপন

পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, ‘ঘুষ-দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে জেলা পুলিশ। প্রাথমিক তদন্তে জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ জন্য তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে।’

সারাবাংলা/জেআর/এমও

ওসি প্রত্যাহার ঘুষ ঘুষ নেওয়া ভিডিও ভাইরাল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর