Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই কাজীর মারামারিতে বিয়ে পণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৩ ১০:০৫

বরিশাল: বাকেরগঞ্জে দুই কাজীর মারামারিতে বিয়ে পণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ এপ্রিল) বিকেলে আসরের নামাজের পর উপজেলার রঙ্গশ্রীর মেদিগঞ্জ শাহী জামে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মসজিদে বাদ আসর আনুষ্ঠানিকভাবে বর ও কনে পক্ষের উপস্থিতিতে বিয়ের কাবিন রেজিস্ট্রির আয়োজন করা হয়। রঙ্গশ্রী ইউনিয়নের কাজী আবু হানিফ এ বিয়ের কাজ করছিলেন। আকস্মিকভাবে মসজিদের মধ্যে উপস্থিত হন আরেক কাজী শফিউল বাশার।

বিজ্ঞাপন

এ সময় দুই কাজীর বৈধতা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে বিয়ের আয়োজন পণ্ড হয়ে যায়।

কাজী আবু হানিফা জানান, তিনি রঙ্গশ্রী ইউনিয়নের বৈধ কাজী। হাইকোর্ট তাকে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে।

অপর কাজী শফিউল বাশার বলেন, ‘সুপ্রিম কোর্ট কাজী আবু হানিফার রায়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।’

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

টপ নিউজ দুই কাজী মারামারি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর