টানা ২৩ দিন তাপদাহের পর স্বস্তি ফেরাল ১৫ মিনিটের বৃষ্টি
২৪ এপ্রিল ২০২৩ ২৩:৪৮ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ২৩:৪৯
চুয়াডাঙ্গা: টানা ২৩ দিন তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবনে কিছুটা স্বস্তি ফেরাল ১৫ মিনিটের বৃষ্টি। সোমবার (২৪ এপ্রিল) বেলা পৌনে ৩টা থেকে ৩টা পর্যন্ত হালকা হওয়ার সঙ্গে এক পশলা বৃষ্টি এ জেলায় স্বস্তি ফিরিয়ে আনে। বর্তমানে জেলাব্যাপী মেঘলা আবহাওয়া সঙ্গে ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে।
গত ২ এপ্রিল থেকে এ জেলায় তীব্র তাপদাহ শুরু হয়। এবং তা আজ দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। এর আগে, এই জেলায় দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, সোমবার (২৪ এপ্রিল) বেলা ৩টায় ৩৪ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। বৃষ্টির পরিমাণ ছিল শুন্য ৭ মিলিমিটার।
পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, গত ১৭ এপ্রিল বেলা ৩টায় সারাদেশের মধ্যে এই জেলায় সর্বোচ্চ ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে আজকের বৃষ্টি এই জেলার মানুষের জীবনে কিছুটা স্বস্তি ফেরাল। পরবর্তী দিনগুলোতে আবহাওয়ার কিছুটা তারতম্য ঘটবে বলেও জানান তিনি।
সারাবাংলা/পিটিএম