Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটিতে ২ লাখ পর্যটকে সরগরম কক্সবাজার সৈকত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৩ ২০:৩৭

কক্সবাজার: পবিত্র রমজানের টানা এক মাসের নির্জনতা ভেঙেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের। রমজান মাসে এ পর্যটন নগরী প্রায় পর্যটকশূন্য ছিল। তবে ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে। লাখো পর্যটক সমুদ্র সৈকতে নেচে-গেয়ে আনন্দে মেতে উঠেছেন। নানা বয়সী পর্যটকের আগমনে চিরচেনা রূপে ফিরেছে সৈকতের সব কটি পয়েন্টসহ পর্যটন স্পটে। এবার ঈদ মৌসুমে আশানুরূপ পর্যটক আগমনে দারুণ খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

তারা বলেন, পুরো রমজানে কোনো ব্যবসা হয়নি। এইবার তা পুষিয়ে উঠছে। এরই মধ্যে শহরে থাকা প্রায় ৫০০ হোটেল-মোটেল, রিসোর্ট-গেস্টহাউসের বেশিরভাগ কক্ষ বুকিং হয়ে গেছে।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদ উৎসবকে কেন্দ্র করে দুই লাখের বেশি পর্যটকের সমাগম ঘটেছে।

পরিবার-পরিজন, বন্ধুদের কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে সমুদ্রসৈকতে ছুটে এসেছেন ভ্রমণপিপাসুরা। কেউবা সমুদ্রের লোনাপানিতে শরীর ভিজিয়ে আনন্দ-উল্লাসে মেতেছেন। কেউ দ্রুতগতির জলযান জেডস্কি নিয়ে ঘুরে আসছেন গভীর সমুদ্রের জলরাশিতে। অনেকে আবার বালুচরে দাঁড়িয়ে মুঠোফোনে ছবি তুলছেন। কেউবা সমুদ্রের পাড়ে চেয়ারে বসে, কেউবা সমুদ্রের পাড়ে হেঁটে সময়টাকে উপভোগ করছেন।

সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকরা ঘুরছেন হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক ও মেরিন ড্রাইভসহ অন্তত জেলার ১০টির অধিক পর্যটন কেন্দ্রে। আগত পর্যটকদের পদচারণায় উৎসবের নগরীতে পরিণত সাগরতীর। সব বয়সের মানুষ মেতেছেন আনন্দ উল্লাসে।

পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, বিনোদনকেন্দ্র ছাড়াও সমুদ্রসৈকতে রাতদিন ২৪ ঘণ্টা পর্যটকদের নিরাপত্তা দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ।

ঢাকা থেকে বেড়াতে আসা সাইমা রহমান জানান, ‘কক্সবাজার না আসলে বুঝা যায় না এখানের মজাটা। তাই ঈদের ছুটিতে ছুটে আসলাম সমুদ্রের পাড়ে’।

মোহাম্মদ রাব্বী নামে আরেক পর্যটক জানান, ‘আমি প্রায়ই কক্সবাজার বেড়াতে আসি। অন্যন্য সময়ের তুলনায় এবারের নিরাপত্তাটা ভাল লেগেছে। টহল জোরদার ছিল ট্যুরিস্ট পুলিশের’।

পরিবার নিয়ে বেড়াতে আসা রাকিবুল ইসলাম জানান, ঢাকা শহর প্রচণ্ড গরম। এখানেও গরম। তবে সমুদ্রের ভাললাগাটা আলাদা। তাই পরিবার নিয়ে ঘুরতে এসেছি। সমুদ্র সৈকতে গোসল করে আনন্দের পাশাপাশি ফিরে পেয়েছি স্বস্তি।

বিজ্ঞাপন

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ঈদের ছুটিতে এখনও পর্যন্ত দুই লাখের বেশি পর্যটকদের সমাগম হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্র সৈকত ও আশপাশের দর্শনীয় স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাষাকেও দায়িত্ব পালন করছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন বীচ কর্মী, লাইফ গার্ডসহ অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

তিনি আরও বলেন, ঈদের ছুটিতে পর্যটকদের হয়রানি বন্ধে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সৈকতের বিভিন্ন পয়েন্টে নিবার্হী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক টিম কাজ করছে।

সারাবাংলা/এনইউ

ঈদ কক্সবাজার ছুটি টপ নিউজ পর্যটক সমুদ্রসৈকত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর