Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদায়ী রাষ্ট্রপতিকে ‘ভালো মানুষ’ বললেন ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৩ ২০:১০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ২২:৪৯

ঢাকা: বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে একজন ‘ভালো মানুষ’ হিসেবে আখ্যা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষ হিসেবে তিনি খুব ভালো- এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রাণবন্ত একজন মানুষ, পজিটিভলি দেখতেন সবকিছু। কিন্তু তার ক্ষেত্রে সীমাবদ্ধতা যেটা আছে সেটা তো আছেই।

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলোপচারিতায় নতুন রাষ্ট্রপতি ছাড়াও দেশের চলমান সংকট, আন্দোলনসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ফখরুল।

বিজ্ঞাপন

দুই মেয়াদে থাকা রাষ্ট্রপতি আবদুল হামিদের সময়ে দুটি সংসদ নির্বাচন হয়েছে। তাতে কি জাতির আশা-আকাঙ্খা পূরণ হয়েছে? এ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা তো ইতিহাস বিচার করবে। তবে আমাদের দিক থেকে পরিষ্কার করে বলতে পারি যে, তার কাছে আমাদের প্রত্যাশাও ছিল না। কারণ, প্রেসিডেন্ট হিসেবে তার খুব একটা কিছু করার ক্ষমতা নাই।’

ফখরুল বলেন, ‘তিনি হচ্ছেন পুরোপুরিভাবে খাঁটি আওয়ামী লীগের মানুষ। সেজন্য তার পক্ষে এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত।’

সারাবাংলা/জিএস/পিটিএম

আবদুল হামিদ টপ নিউজ মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর