নতুন রাষ্ট্রপতির কাছে বিএনপির কোনো প্রত্যাশা নেই: ফখরুল
২৪ এপ্রিল ২০২৩ ১৯:৫১ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ২২:৪৯
ঢাকা: নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বিএনপির কোনো প্রত্যাশা নেই বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৪ এপ্রিল) বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। সাংবাদিকদের সঙ্গে আলোপচারিতায় নতুন রাষ্ট্রপতি ছাড়াও দেশের চলমান সংকট, আন্দোলনসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ফখরুল। এ সময়ে দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
শপথ নেওয়ার আগে মো. সাহাবুদ্দিন একাধিকবার গণমাধ্যমকে বলেছেন যে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তার অবস্থান থেকে যতটা ভূমিকা পালন করার সেটা করবেন। এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘যতটা ভুমিকা পালন তো আমরা জানি। আমরা তো সরকারে….। সংবিধানের বাইরে যাওয়ার উনার (মো. সাহাবুদ্দিন) সুযোগও নাই। আর উনার সেই সাহস আছে বলে আমরা মনে করছি না।’ তার মানে আপনারা তার ওপর আস্থাশীল না?- এর জবাবে মির্জা ফখরুল বলেন, ‘তাতে বটেই। এটা তো পরিষ্কার বলেছি আমরা….।’
রাষ্ট্রপতিকে নিয়ে আপনাদের প্রত্যাশাটা কী? জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা তো আমরা আগেই বলেছি। আমরা কিছুটা হতাশ হয়েছি যে, আমরা যাকে চিনি না, যাকে জাতি জানে না– এই ধরনের একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নিয়ে আসা; এটা আমাদের কাছে খুব একটা পরিষ্কার না। সেজন্য সেই প্রত্যাশাটাও আমাদের কাছে অস্পষ্ট ও আবছা হয়ে যাচ্ছে।’
রাজনৈতিক সংকট সমাধানে যদি রাষ্ট্রপতি সংলাপের উদ্যোগে নেয় তাহলে আপনার যাবেন কিনা? এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘যদির তো কোনো উত্তর থাকে না। বিষয়টা হচ্ছে যে সেই ধরনের কোনো সম্ভাবনার সৃষ্টি হয়েছে কিনা। সরকারের বাইরে রাষ্ট্রপতির করার তো কোনো ক্ষমতাই নেই। যদি সরকার চায় তাহলে না রাষ্ট্রপতি চাইবেন। সরকার তো পরিষ্কার বলেই দিচ্ছে যে, এ নিয়ে (নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার) কোনো আলোচনা করব না, আলাপই করব না।’
উল্লেখ্য, সোমবার সকালে ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ নেন। বঙ্গভবনের দরবার হলে মো. শাহাবুদ্দিনকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সারাবাংলা/জিএস/পিটিএম