বগুড়ার প্রধান ডাকঘরের নৈশ প্রহরীকে খুন করে ডাকাতি
২৪ এপ্রিল ২০২৩ ১৯:০৬
বগুড়া: বগুড়ার প্রধান ডাকঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৈশ প্রহরীর দায়িত্বে থাকা অফিস সহায়ক প্রশান্ত কুমার আচার্য্য (৪৮) খুন করে ডাকঘরের ভোল্ট কেটে টাকা নিয়ে গেছে ডাকাতরা। তবে কি পরিমান টাকা লুট হয়েছে সে বিষয়ে ডাকঘর কর্তৃপক্ষ ও পুলিশ বলতে পারেনি। তারা জানিয়েছেন, ভোল্টে কত টাকা রয়েছে সেটি হিসাব না করে এ বিষয়ে কিছু বলা যাবে না।
রোববার (২৪ এপ্রিল) রাতে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বগুড়া প্রধান ডাকঘরে ডাকাতির এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডাক ঘরের পিছন দিকের প্রাচীর টপকে পোস্ট অফিস চত্বরে প্রবেশের পর ভবনের নীচতলার গ্রিল ভেঙ্গে ডাকাতরা মূল ভবনে ঢুকে। তারা প্রত্যেকটি সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ডাকাতি করতে ভোল্ট রুমের গেট ভাঙ্গে। পরে তারা ভোল্টের একাংশ বৈদ্যুতিক মেশিন দিয়ে কেটে টাকা বের করে।
পোস্ট মাস্টার মো. রাকিব বিশ্বাস জানান, ঈদের ছুটি শেষে সোমবার (২৪ এপ্রিল) সকালে পোস্ট অফিস খুলতে এসে ভবনের পিছনের অংশে করিডরে নৈশ প্রহরীর দায়িত্বে থাকা প্রশান্ত কুমারের লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। ঈদের কারণে মূল নৈশ প্রহরী দায়িত্বে ছিলেন না। প্রশান্ত কুমার ও আরেক কর্মচারি কাফির দায়িত্ব পালনের কথা থাকলেও কাফি ছিলেন না।
তিনি জানান, ভোল্টের কাটা অংশ দিয়ে ডাকাতরা বেশ কিছু টাকা নিয়ে যায়। ভোল্টে মোট প্রায় পৌনে ৪৪ লাখ টাকা ছিল। তবে কতো টাকা লুট হয়েছে তা ভোল্ট খুলে পুরো টাকার হিসাব না করে বলা যাবে না।
পুলিশ জানায়, ডাকাতরা অত্যান্ত চতুর এবং পেশাদার বলে তাদের ধারণা করা যাচ্ছে। তারা গ্লাভসসহ ইলেকট্রিক যন্ত্র ব্যবহারে পারর্দশী। ভোল্ট রুমে বৈদ্যুতিক তারসহ ভোল্ট ভাঙ্গার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি পাওয়া যায়। লাশের মাথায় আঘাতের চিহ্ন ও হাত বাঁধা ছিল। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরির্দর্শন করেন। পরে রাজশাহী থেকে পোস্ট মাস্টার জেনারেল আসেন।
এ ছাড়া অন্যান্য পুলিশ কর্মকর্তারও ঘটনাস্থল পরির্দশন করেন। সোমবার দুপুরে সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছেন।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করছে। কিছু গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। খুব বেশি সম্পদ দুর্বৃত্তরা নিয়ে যেতে পারেনি বলে তারা ধারণা করা যাচ্ছে।
এ ছাড়া ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম পাওয়া গেছে বলে জানিয়ে বলেন দ্রুত তারা এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পারবেন বলে আশা করছেন।
সারাবাংলা/ইআ