Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৩ ১৭:৩৩ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১৮:১১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

সোমবার (২৪ এপ্রিল) সকাল পৌনে ১২টার দিকে উপজেলার কন্দর্পুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইসাইকেল আরোহী মোশারফ হোসেন (৬০) কন্দর্পুর গ্রামের মরহুম জবেদ আলীর ছেলে। আহত মোটরসাইকেল চালক একই উপজেলার পুরাতন চাকলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে নাজমুল হক (২৪) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লাটিমা গ্রামের আমিনের ছেলে শাকিব (২২)।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, মোশারফ হোসেন বাইসাইকেল চেপে তার আবাদী জমি থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ইউপি সদস্য শ্যামলের বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মোশারফ হোসেন রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নাজমুল হক ও আরোহী শাকিব গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নিহত মোশারফ হোসেনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করার জন্য দিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/ইআ

বাইসাইকেল চালক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর