Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৩ ১৭:১৯

ঝিনাইদহ: জেলার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে রাজবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- সদর উপজেলার ভিটসর গ্রামের জয়নোদ্দি জোয়ারদারের ছেলে আজিম জোয়ারদার (১৭)এবং একই গ্রামের জাহাঙ্গীর খার ছেলে ইমন খা (১৮)। তারা দুজনেই নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, দুপুরে কালীগঞ্জ শহর থেকে শ্যালো মেশিন মেরামত করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল আজিম ও ইমন। পথে রাজবাড়ি নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় ইমন। আর হাসপাতালে আনার পর মারা যায় আজিম।

সারাবাংলা/পিটিএম

গাছে ধাক্কা মোটরসাইকেল

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর