জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
২৪ এপ্রিল ২০২৩ ১৬:০০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১৮:০২
ঢাকা: জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ তিন দেশে ১৫ দিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘জাপানে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের সঙ্গে বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে যোগ দিতে ২৫ এপ্রিল ৭ টা ৪৫ মিনিটে বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন এবং স্থানীয় সময় বিকাল ৫টায় জাপানের রাজধানী টোকিওতে অবতরন করবেন। সেখানে তাকে জাপান সরকার গার্ড অব অনার দিয়ে স্বাগত জানাবে। ২৮ এপ্রিল পর্যন্ত তিন দিনের সফরে জাপানের নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি (প্রধানমন্ত্রী)।’
তিনি বলেন, ‘বাংলাদেশ-জাপান দুই দেশের সরকারের প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে কৃষি, মেট্রোরেল, ইন্ডাস্ট্রিয়াল আপ গ্রেডেশন, শিপ রিসাইক্লিং, কাস্টমস ম্যাটারস, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি, ডিফেন্স কো-অপারেশন, আইসিটি এবং সাইবার সিকিউরিটি কো-অপারেশন ইত্যাদি সেক্টরে প্রায় আটটি চুক্তি বা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে প্রধানমন্ত্রীর সম্মানে জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত নৈশভোজের মাধ্যমে শীর্ষ বৈঠকের আনুষ্ঠানিকতা শেষ হবে।’
পরের দিন জাপানের একটি হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির ভাষণ দেবেন। ওইদিনই সন্ধ্যায় চারজন জাপানি নাগরিককে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘Friends of Liberation War Honour’ প্রদান করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রী জাপান প্রবাসী বাংলাদেশের নাগরিকদের আয়োজনে অনুষ্ঠিত এক নাগরিক সংবর্ধনায় যোগদান করবেন। জাপান সফরের সময় আরও কিছু দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন, এর মধ্যে রয়েছে জাপানের মাননীয়া ইয়োনিমাসা হায়াপি, আইকা, ভেটরো, জেবিক, জেবিপিএফএল, জেবিসিসিইসির নেতারা, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবে এবং জাপানের একজন স্থপতি তামাও আন্দোর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকার দেবেন জাপানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল এনএইচকে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ১৮-২৪ অক্টোবর জাপান সফর করেন এবং সেই সফরে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি রচিত হয়। জাতির পিতার পররাষ্ট্র নীতির ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ২০১৪ সালের মে মাসে জাপান সফরকালে বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক ‘সার্বিক অংশীদারিত্ব (Comprehensive Partnership) এ উন্নীত হয়, যা বর্তমান বাংলাদেশ-জাপান বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ভিত্তি হিসেবে বিবেচিত।’
তিনি আরও বলেন, ‘আগামীর রূপরেখা প্রদান করে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি, নবায়নযোগ্য জ্বালানী, সুনীল অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, নিরাপত্তা ও প্রতিরক্ষা, কর্মসংস্থান ও জন-যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে নতুন ভাবে সহযোগিতা স্থাপনের মধ্যে দিয়ে দুই দেশেই লাভবান হবে বলে আশা করা যায়। তাই এ সফর দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে (Strategic Partnership) হওয়ার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে আলোচনার সুযোগ সৃষ্টি করাবে। জাপানে প্রধানমন্ত্রীর আসন্ন সফর সফল এবং ফলপ্রসূ হবে বলে আমরা আশাবাদী।’
জাপান সফরের পর বাংলাদেশ ও বিশ্বব্যাংকের পার্টনারশিপ-এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন যুক্তরাষ্ট্রে। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী আগামী ১ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের সদর দফতরে আয়োজিতব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে বাংলাদেশের উন্নয়নের জয়যাত্রা তাকে বাংলাদেশে বিশ্ব ব্যাংকের কার্যক্রম তুলে ধরা হবে। এছাড়াও, ‘Bangladesh World Bank 50 years of Partnership’ শীর্ষক একটি মাল্টিমিডিয়া প্রদর্শনীর আয়োজন করা হবে। এ প্রদর্শনীতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের পার্টনারশিপ-এর পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতি ধরা হবে। ওই সফরে ইউএস বিসনেস কাউন্সিলের উর্দ্ধতন কর্মকর্তা, ইউএস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।
সন্ধ্যার প্রধানমন্ত্রী ‘ইকোনমিস্ট সংবাদপত্রকে সাক্ষাতকার দেবেন। এ সময় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিক কর্তৃক আয়োজিত কমিউনিটি ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এরপরে রাজ্যাভিষেকে অংশ নিতে প্রধানমন্ত্রী যাবেন বৃটেনে। সেখানে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাধিতে রাজ্যাভিষেক অনুষ্ঠানের পূর্বে ৫ মে বিকেলে বাকিংহাম প্যালেসে মহামতি রাজা এবং কুইন কনমোর্ট ক্যামিলার রাজ্যাভিষেক উপলক্ষে পার্টিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে প্রায় ১৩০টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান অংশগ্রহণ করবেন বলে আশা করা যায়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কমনওয়েলথ এর অভিভাবক হিসেবে ব্রিটেনের রাজার গুরুত্ব অপরিসীম। অন্যদিকে, বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। যুক্তরাজ্য এখন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রফতানি শগুনা, দ্বিতীয় বৃহত্তম বিদেশি বিনিয়োগ উৎস রেমিটেন্সের চতুর্থ বৃহত্তম উৎস। এসবের পাশাপাশি রাজনৈতিক, উন্নয়ন সহযোগিতা, সংস্কৃতি, শিক্ষা ইতাদি খাতে দুই দেশের সম্পর্ক শুরু থেকে দূরতর হয়ে উঠছে। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এসব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য যাচ্ছেন। ওই সফরে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও, যুক্তরাজ্যের কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হতে পারেন। প্রধানমন্ত্রী লন্ডনের একটি হোটেলে আয়োজিত একটি নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকগণের সঙ্গে মতবিনিময় করবেন।’
তিন দেশ সফর শেষে আগামী ৯ মে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাবাংলা/জেআর/এমও/ইআ