‘নতুন রাষ্ট্রপতি বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করবেন’
২৪ এপ্রিল ২০২৩ ১৫:২১ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১৫:২২
ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন। বিগত সময়ে মুক্তিযুদ্ধ চলাকালীন এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ পদ থেকে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার রাষ্ট্রপতি হিসেবেও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা করি।
সোমবার (২৪ এপ্রিল) ঈদের ছুটি শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ১০ বছর দায়িত্ব পালন শেষে কোনো রাষ্ট্রপতি সসম্মানে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিয়েছেন। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। দেশে গণতন্ত্র আছে বলেই এটা সম্ভব হয়েছে। যদিও গত ১৪ বছর গণতন্ত্র নষ্ট করতে অনেকেই অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনও চালাচ্ছে।’
রাষ্ট্রপতি আবদুল হামিদ বিদায় নিয়েছেন, এতে গণতন্ত্রের জয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যিনি ২২তম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন তিনি বিচক্ষণভাবে দায়িত্ব পালন করবেন।’
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিএনপির বিরোধিতার এই পটভূমিতে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।’
এ বিষয়ে আপনার অভিব্যক্তি কী এমন প্রশ্নের জবাবে বলেন, ‘নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের মাধ্যমে। সেখানে সরকার শুধু ফেসিলিটরের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন এরই মধ্যে অনেকগুলো নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত করেছে। সামনে মেয়র নির্বাচনের আয়োজন চলছে, যদিও গাইবান্ধার নির্বাচন নিয়ে কিছুটা সমস্যার হয়েছে। আশাকরি জাতীয় নির্বাচনও সফল ভাবে আয়োজন করতে পারবে।’
দেশের মানুষ এবং পুরো বিশ্ব, বাংলাদেশের নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে আছে বলে বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘এ দেশের সরকার নির্বাচন ও বিদায় দেবার দায়িত্ব জনগণের। এটা বিদেশিদের কাজ নয়। যে রাজনৈতিক দল দেশের বিষয় নিয়ে বিদেশিদের ধর্না দেয় তা রাষ্ট্রবিরোধী কাজ। বিএনপির যদি কোনো বক্তব্য থাকে তাহলে আমাদের সঙ্গে কথা বলতে পারেন কিন্তু বিদেশিদের ধর্না ধরা দেশ বিরোধী কাজ।’
পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট নিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে পাকিস্তান পন্থীদের সন্নিবেশ ঘটিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। ফকরুল ইসলামের বাবা পাকিস্তান পন্থী ছিলেন এবং তিনিও পাকিস্তানের প্রশংসা করে সে প্রমাণ দিয়েছেন।’
রমজানে দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘অন্যান্য সব দেশে ঈদের সময় পন্যের দাম কমায় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের আসায় পন্যের দাম বাড়িয়ে দেয়। এটা অন্যায়।’
তিনি বলেন, ‘এবার ঈদ ভাল কেটেছে। আমি আশা করি সকলে যেন ভালোভাবে ফিরে আসতে পারেন।’
সারাবাংলা/জেআর/ইআ