Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৩ ১৩:৪৭

বেনাপোল: পবিত্র শবে কদর, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতরের টানা পাঁচদিনের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে স্বাভাবিকভাবে চলছে বন্দর ও কাস্টমসের কার্যক্রম।

বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি আলহাজ্ব মহসিন মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পাঁচদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ থেকে বন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।’

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে বন্দরের সকল কার্যক্রম ও আমদানি-রফতানি বন্ধের পর আজ থেকে আবারও সব দফতরে কর্মকাণ্ড শুরু হয়েছে। বন্দরে যেসব পণ্য প্রবেশ করেছে এবং নতুন করে যে সমস্ত পন্য প্রবেশ করবে তা দ্রুত ছাড় দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পণ্যজট কমাতে প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ হবে বন্দরের অভ্যন্তরে।’

সারাবাংলা/ইআ

বেনাপোল স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর