কুষ্টিয়ায় মদ পানে ৩ জনের মৃত্যু, চিকিৎসাধীন আরও ৫
২৪ এপ্রিল ২০২৩ ১১:৫৯ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১৬:০৫
কুষ্টিয়া: কুষ্টিয়ার বিভিন্ন স্থানে বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও পাঁচজন।
সোমবার (২৪ এপ্রিল) ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে মো. শাহিন (৪৭), মিরপুর উপজেলার মশান বারুই পাড়া গ্রামের মৃত হনিফের ছেলে মো. রতন (২১) ও ভেড়ামারা উপজেলার মো. রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭)।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামের তিনজনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/ইআ