দেশের ২২তম রাষ্ট্রপতির শপথ আজ, বরণে প্রস্তুত বঙ্গভবন
২৪ এপ্রিল ২০২৩ ০৯:২৭ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১১:০৩
ঢাকা: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন। সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নিতে প্রস্তুত করা হয়েছে বঙ্গভবন। বঙ্গভবন সূত্রে জানা যায়, শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বেলা ১১টায়। নিয়ম অনুযায়ী শপথ পাঠ করার পর নতুন রাষ্ট্রপতি শপথ বইয়ে স্বাক্ষর করবেন। আর এই অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারের উদ্ধর্তন কর্মকর্তারাসহ কয়েকশ’ অতিথি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আরও উপস্থিত থাকবেন নতুন রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। সে কারণে বঙ্গভবন এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছ্রিদ্র নিরাপত্তা।
নতুন রাষ্ট্রপতিকে বরণ ও শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন রূপে সাজানো হয়েছে বঙ্গভবন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি আগেই শেষ। প্রস্তুত রাষ্ট্রপতির বাসভবনও। পাশাপাশি বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদকে বিদায় জানানোর প্রস্তুতিও শেষ হয়েছে।
নিয়ম অনুযায়ী, শপথগ্রহণের পর নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করবেন। শপথ অনুষ্ঠান শেষে দুপুরে বঙ্গভবন ছেড়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজধানীর নিকুঞ্জের নিজ বাসভবনে ‘রাষ্ট্রপতি লজ’ এ যাবেন।
এরইমধ্যে বিদায়ী রাষ্ট্রপতির নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বঙ্গভবন থেকে নিজ বাসভবনে স্থানান্তর করা হয়েছে। সেখানেও তিনি যথাযথ নিরাপত্তা পাবেন।
এদিকে সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় স্বপরিবারে বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরের দিন তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। তিনি ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনার শিবরামপুরের জুবিলী ট্যাংক পাড়ায় জন্মগ্রহন করেন। ৭৩ বছর বয়সী নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন, ১৯৬৯ এর গনঅভ্যুত্থান, ১৯৭০ এর নির্বাচন ও একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি পাবনার আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন।
সারাবাংলা/জেআর/এমও