Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর কারওয়ান বাজারে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৩ ২৩:৩৬

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে এ জে টাওয়ারে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচতলায় আগুন লেগেছিল। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৩ এপ্রিল) রাত ৯টা ২১মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, রাত ৯টা ২১মিনিটে কারওয়ানবাজার টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচ তলায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় রাত ৯টা ৩৭মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এমনকি হতাহতের কোনো খবরও আসেনি এখন পর্যন্ত।

সারাবাংলা/ইউজে/পিটিএম

আগুন কারওয়ান বাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর