Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব মামলায় জামিন থাকলেও রিজভীকে মুক্তি দেওয়া হয়নি: বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৩ ২১:৫০

ঢাকা: সব মামলায় জামিন থাকলেও ঠুনকো কারণে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে ঈদের আগে মুক্তি দেওয়া হয়নি মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, এটা সরকারের কর্তৃত্ববাদী প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে রিজভী আহমেদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

রোববার (২৩ এপ্রিল) বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘গত ৭ ডিসেম্বর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভী আহমেদকে গ্রেফতার করা হয়। রিজভী আহমেদ শারীরিকভাবে অসুস্থ। কারাগারে তাকে সু-চিকিৎসা দেওয়া হয়নি। পরিবার ও দলের পক্ষ থেকে বার বার তাকে বিশেষায়িত কোনো হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার জন্য আবেদন করা হলেও, সরকার তা করেনি।’

তিনি বলেন, ‘ঈদের একদিন আগে অর্থাৎ ২০ এপ্রিল রাতে তারাবি নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর রাজধানীর ওয়ারী এলাকা থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর দক্ষিণ-এর সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনকে পুলিশ বিনা কারণে গ্রেফতার করে নিয়ে যায়। গত ১০ এপ্রিলআছরের নামাজের পর বাড্ডা থেকে সাদা পোশাকধারীরা জিয়া মঞ্চের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়ালকে তুলে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও চিন্তিত। কারণ, এর আগেও সাদা পোশাকধারীরা একইভাবে বিএনপি’র নেতাকর্মীদের গুম করেছে। পরবর্তী সময়ে তাদের অনেকেরই কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং অবিলম্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের নিঃশর্ত মুক্তি দাবি করছি। এছাড়া অবিলম্বে জিয়া মঞ্চের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়ালকে জনসম্মুখে হাজিরের দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘গ্রাম ও শহরে বিদ্যুৎ সংকট এতটাই তীব্র ও প্রকট যে, প্রচণ্ড গরমে দিনে প্রায় ১০/১২ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় মানুষ দিনাতিপাত করছে। বিদ্যুৎ সংকটের প্রভাবে কল, কারখানায় এবং কৃষিতে পড়েছে। প্রচণ্ড খরতাপে ফসলের জমি ফেটে চৌচিড় হয়ে যাচ্ছে, বিদ্যুৎতের অভাবে মানুষ জমিতে পানি দিতে পারছে না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা।’

তিনি বলেন, ‘জনগণের ভোট চুরি করে আজ যারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে, তারা উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাট করে বিদেশে অর্থপাচার করে দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। বর্তমানে দুর্নীতিবাজরাই ক্ষমতায় আছে এবং সবকিছু নিয়ন্ত্রণ করছে। আন্দোলনে ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জনগণ তাদের পরাস্ত করবে এবং দুর্নীতি-লুটপাটের বিচার করবে।’

এ সময় বিএনপি’র স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) খোন্দকার মাশুকুর রহমান, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-আইনবিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন মেজবাহ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

বিএনপি মুক্তি রিজভী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর