Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ আগস্টের শহিদদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৩ ১২:৩৮ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ১৫:৫৮

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বনানী গোরস্থানে ১৫ আগস্টের শহিদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার (২৩ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানী কবরস্থানে যান এবং শহিদদের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পুস্পস্তবক অর্পণ শেষে তারা সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। তারা শহিদদের কবরে ফুলের পাপড়িও ছিটিয়ে দেন। এরপর শেখ হাসিনা ও শেখ রেহানা ১৫ আগস্টের শহিদদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।

বিজ্ঞাপন

বনানী কবরস্থানে তাঁদের মা শেখ ফজিলাতুন নেসা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং ১৯৭৫ সালের অন্যান্য শহীদরা চিরনিদ্রায় শায়িত রয়েছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা সদস্য ঠাণ্ডা মাথায় বঙ্গবন্ধু, তার পত্নী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ পরিবারের অধিকাংশ সদস্য ও আত্মীয়-স্বজনকে বর্বরোচিতভাবে হত্যা করে।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় বেঁচে যান।

সারাবাংলা/এনআর/এমও

১৫ আগস্ট প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদদের কবর

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর