Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে বাসের ধাক্কায় পুলিশের এসআই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৩ ২৩:০৭

বরিশাল: জেলার বরিশাল-ঝালকাঠি মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

শনিবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে বরিশাল নগরের রুপাতলী এলাকার গ্রামীন চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফায়েজ আহমেদ ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, ফায়েজ আহমেদ ভাড়া মোটরসাইকেলে করে বরিশাল থেকে নিজ গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পুরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাকে বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য নিহত ও অপর আরোহী গুরুতর আহত হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

নিহত পুলিশ বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর