Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের দিন ঘুরতে বেরিয়ে ২ মোটরসাইকেলে সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৩ ২২:১৪

বগুড়া: জেলার নন্দীগ্রামে ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুটি যানের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক আল-ইমরান (৩০)। সে নন্দীগ্রাম পৌরসভা দামগড়া গ্রামের নান্টু হোসেনের ছেলে। অন্যজন হলেন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আবিদার (২৪)। তিনি গাইবান্ধা সদরের গোলাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, ঈদের দিন বিকেলে আবিদার বন্ধুকে নিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। মোটরসাইকেলটি বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবিদার ঘটনাস্থলেই মারা যান।

এ সময় অন্য মোটরসাইকেলের চালক আল-ইমরানসহ তার স্ত্রী এবং আবিদারের মোটরসাইকেলে থাকা তার বন্ধু মাহি মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আল ইমরানকে মৃত ঘোষণা করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

নন্দীগ্রাম সংঘর্ষ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর