Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে এশিয়ার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৩ ১২:৩২ | আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ১২:৩৫

দিনাজপুর: এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় এই ঈদ জামাতে একসঙ্গে ৬ লক্ষাধিক মুসল্লি অংশ নেন বলে দাবি আয়োজকদের। এখানেই এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনার রয়েছে।

শনিবার (২২ এপ্রিল) সকাল ৯টায় দিনাজপুরর গোর-এ শহীদ বড় ময়দানে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে ইমামতি করেন জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম শামসুল হক কাসেমী।

বিজ্ঞাপন

নামাজে অংশ নেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়তুর রহিম, এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় মিনার ও ঈদগাহ মাঠের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

নামাজ শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘দিনাজপুরের এই নামাজটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদের নামাজ। এই নামাজে গত বার প্রায় ৬ লাখ মুসল্লি অংশ গ্রহণ করেছিল। এবার তারও বেশি মুসল্লি অংশ নিয়েছে। ৬ লক্ষাধিক মুসল্লি এক সাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ অংশ নিয়েছেন।’

নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

উল্লখ্য, ২০১৫ সাল এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনার নির্মাণের কাজ শুরু করা হয়। ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছিল। পরে ২০২০ ও ২০২১ সালে ভয়াবহ করোনা ভাইরাসরের কারণে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ২০২২ সালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতে প্রায় ৬ লাখ মুসল্লি অংশ নিয়েছিলেন।

সারাবাংলা/এমও

ঈদ জামাত টপ নিউজ দিনাজপুর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর