Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোলাকিয়া ঈদ জামাতে জনসমুদ্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৩ ১২:২৫

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া ঈদুল ফিতরের জামাত জনসমুদ্রে পরিণত হয়েছে। স্মরণকালের সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিবছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টায় ১৯৬তম ঈদুল ফিতরের জামাতে ইমামতি করেন বাংলাদেশ ইসলাহুল
মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, এবারও দেশ-বিদেশের পাঁচ লাখের বেশি মানুষ শোলাকিয়ার এ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করেছেন। সকাল সাড়ে ৮টার আগেই মাঠ কানায় কানায় ভরে যায়।

সকাল ১০টায় নামাজ শুরু হলে শোলাকিয়া মাঠে উপচে পড়া ভিড়ের কারণে আশপাশের রাস্তা-ঘাট, বাসাবাড়ির ছাদ, নরসুন্দা নদীর পারে মুসল্লিরা নামাজের কাতার করে দাঁড়িয়ে যান। নামাজ শেষে বাংলাদেশসহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় বলেও জানান তিনি।

সারাবাংলা/ইআ

প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ