দেশের মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি: প্রধানমন্ত্রী
২২ এপ্রিল ২০২৩ ১১:৫৭ | আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ১১:৫৮
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কাছে প্রধানমন্ত্রিত্ব কোনো বিষয় না। জাতির পিতার কন্যা হিসেবে দেশের সেবা করে যেতে চাই।
শনিবার (২২ এপ্রিল) সকালে গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আগে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী জানান, দেশের মানুষের মাঝেই তিনি পরিবারের স্বজনদের খুঁজে পান এবং দেশের মানুষ ভালো থাকলেই নিজে ভালো থাকেন।
শেখ হাসিনা বলেন, ‘সবাইকে হারিয়ে আজ আমার কেউ নেই। দেশের মানুষের মাঝেই পরিবারের স্বজনদের খুঁজে পাই। ব্যক্তিগত জীবনে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই৷ দেশের মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি। আমার কাছে প্রধানমন্ত্রিত্ব কোনো বিষয় না। জাতির পিতার কন্যা হিসেবে দেশের সেবা করে যেতে চাই।’
জনগণের সহযোগিতায় অর্থনৈতিকভাবে বাংলাদেশ যথেষ্ঠ ভালো অবস্থানে আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পরপর কয়েকটি মার্কেটে আগুন লাগার ঘটনা খুবই দুঃখজনক। সমাজে সবাই সবার পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়াচ্ছেন, এই সক্ষমতাটা যাতে থাকে সেই দোয়া করি। বিত্তবানরা দুঃস্থদের পাশে দাঁড়ালে কেউ কষ্টে থাকবে না। ঈদের ছুটিতে শহুরে মানুষ গ্রামে যাওয়ায় প্রান্তিক জনপদে অর্থপ্রবাহ বাড়বে।’
দীর্ঘসময় ধরে দেশে গণতান্ত্রিক ধারা এবং স্থিতিশীলতা রয়েছে বলেই এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিভিন্ন মার্কেটে আগুন লাগার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবাজারের আগুনের পর মনে হচ্ছে যে, অতীতে যারা আগুনসন্ত্রাস করেছে, তাদের এখানে হাত আছে কি না! কারা ফায়ার সার্ভিসের ওপর হামলা করল এসব খতিয়ে দেখা হচ্ছে। জীবন্ত মানুষকে যারা পুড়িয়ে মারতে পারে, তারা সবকিছুই করতে পারে৷ তাই এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’
‘১৯৭৭ সালে কথিত সেনাবিদ্রোহ দমনের নামে জিয়াউর রহমান অসংখ্য মানুষ মেরেছে। বাংলাদেশে যেন আর দুঃশাসনের দিন না ফিরে আসে। স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসলে দেশের সব উন্নয়ন-অগ্রগতি তছনছ করে দেবে,’ বলেন বঙ্গবন্ধুকন্যা।
দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ শান্তিতে আছে। উন্নয়ন আর অগ্রযাত্রার ধারা যেন অব্যাহত থাকে, সেটাই চাওয়া।’
করোনা অতিমারির সংকটে দীর্ঘ কয়েক ঈদে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিয়ম অনুষ্ঠান বন্ধ ছিল।
আরও পড়ুন: ‘সকলের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করুন, গরিবের পাশে দাঁড়ান’
সারাবাংলা/এনআর/এমও