চট্টগ্রামে ঈদ জামাতে লাখো মুসল্লির ঢল
২২ এপ্রিল ২০২৩ ১০:৩৬ | আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ১৪:৩১
চট্টগ্রাম ব্যুরো: টানা দুই সপ্তাহের তীব্র তাপদাহের পর দুই পশলা বৃষ্টিতে রোদের তেজ কিছুটা কমেছে। মোটামুটি স্বস্তিকর আবহাওয়ার মধ্যে ঈদুল ফিতরের নামাজে শরিক হয়েছেন বন্দরনগরী চট্টগ্রামের লাখো মানুষ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের উন্মুক্ত ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামাত। একসঙ্গে সম্মিলন ঘটেছিল প্রায় একলাখ মুসল্লির।
সকাল ৮টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। সকাল ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন একই মসজিদের পেশ ইমাম আহমেদুল হক।
ঈদুল ফিতরের নামাজে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে শুকরিয়া আদায় করেন ইমাম ও মুসল্লীরা। সৃষ্টিকর্তার কাছে দোয়া কবুল ও ক্ষমা প্রার্থনা করে এসময় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। খুতবায় আলাউদ্দীন আল কাদেরী বলেন, ‘বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ সম্প্রীতি নিয়ে বসবাস করে। শান্তি-সম্প্রীতি নষ্ট হয়, আমরা এমন বক্তব্য পরিহার করব।’
জমিয়াতুল ফালাহ ময়দানে ঈদ জামাতে রাজনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সম্মিলন ঘটে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ শীর্ষ নেতারা প্রথম জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা পরস্পরের সঙ্গে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের বলেন, ‘শান্তি, সমৃদ্ধি ও ঐক্য প্রার্থনা করেছি। দলমত নির্বিশেষে সবাই মিলে আমরা যাতে দেশকে এগিয়ে নিতে পারি, সেই কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এতদূর এগিয়ে নিয়ে এসেছেন। দেশের এই অগ্রযাত্রা যেন জনগণের সমর্থন নিয়ে আগামীতেও অব্যাহত থাকে সেই প্রার্থনা করেছি।’
নামাজ শেষে আ জ ম নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সমন্বিত উদ্যোগ এবং সার্বিক পরিকল্পনা ও পদক্ষেপের কারণে মানুষ স্বস্তিতে আছে। বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করলে দেশের মানুষ অনেক ভালো আছে।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী নগরীর বহদ্দারহাটে নিজ বাড়ির পাশে মসজিদে নামাজ আদায় করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সকাল ৮টায় নগরীর লালদিঘীর পাড় জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। একইসময়ে নগরীর সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নগরীর ৪১ ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাত স্ব স্ব মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর সারাবাংলাকে বলেন, ‘জমিয়াতুল ফালাহ মসজিদে সুশৃঙ্খলভাবে দুটি ঈদ জামাত সম্পন্ন হয়েছে। এবার লাখখানেক মুসল্লি এখানে নামাজ আদায় করেছেন। মুসল্লির সমাগম এবার বেশি হয়েছে।’
চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের সামনের মাঠে ইদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় ইদ জামাতে ইমামতি করেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এতে ঈদের নামাজ আদায় করেন।
কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আওতাভুক্ত নগরীর আরও ৯৩টি স্থানে ইদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদ জামাতে ছিল চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা। র্যাবের টহল টিমও নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।
সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-মিডিয়া) স্পিনা রানী প্রামাণিক সারাবাংলাকে বলেন, ‘ঈদ জামাত শেষে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে পুলিশের টহল শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। দুপুরের পর আবাসিক এলাকা ও অলিগলিতে টহল শুরু হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয়, সেজন্য আমরা সতর্ক আছি।’
সারাবাংলা/আরডি/এমও