শোলাকিয়ার ঈদ জামাতের জন্য বিশেষ ট্রেন
২১ এপ্রিল ২০২৩ ২৩:৫৪ | আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ০৯:৫২
ঢাকা: দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সেই জামাতে মুসুল্লিদের শরিক হওয়ার সুবিধার্থে প্রতিবছরের মতো এবারও দু’টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন দু’টি ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) ভৈরব ও ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে যাবে।
শনিবার ময়মনসিংহ স্টেশন থেকে ভোর ৫ টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে কিশোরগঞ্জের উদ্দেশে। শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার পর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসবে। এ সময় ময়মনসিংহ, কিশোরগঞ্জ রুটের শম্ভুগঞ্জ, বিসকা, গৌরীপুর, বোকাইনগর, ঈশ্বরগঞ্জ, সোহাগী, আঠারবাড়ী, নান্দাইল রোড, মুসুল্লি, নীলগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি দেবে।
আর ভৈরব জংশন থেকে সকাল ৬টায় আরেকটি ঈদ স্পেশাল ট্রেন কিশোরগঞ্জ অভিমুখে ছেড়ে সকাল ৮টায় পৌঁছাবে। নামাজ শেষে ফের দুপুর ১২ টায় কিশোরগঞ্জ ছেড়ে বেলা দুইটায় ভৈরব পৌঁছাবে। পথে কালিকাপ্রসাদ, ছয়সুতি, হালিমপুর, মানিকখালী, গচিহাটা ও যশোদল স্টেশনে যাত্রাবিরতি করবে।
উল্লেখ্য, শোলাকিয়া ঈদগাহের রেওয়াজ অনুযায়ী বন্দুকের ফাঁকা গুলির মাধ্যমে সকাল ১০টায় ১৯৬তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদ জামাতে যেন ময়মনসিংহ, ভৈরবসহ আশে পাশের মুসুল্লিরা অংশ নিতে পারে সেজন্য প্রতিবছর ঈদে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখে বাংলাদেশ রেলওয়ে।
সারাবাংলা/জেআর/পিটিএম